শেয়ার করুন বন্ধুর সাথে

যে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে সে তত বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের ক্ষেত্রে অধিক পীড়ন দেওয়া সত্ত্বেও বিকৃতির মান হয় যৎসামান্য। সুতরাং পীড়ন ও বিকৃতির অনুপাত এর মান বেশি হবে। রাবারের ক্ষেত্রে, অল্প পীড়ন দিলেই বিকৃতির মান হয় অনেক বেশি। সুতরাং রাবারের ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মান কম হেবে। এজন্য ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ