শুধুু আন্স বিডি না, যে কোন প্রশ্নোত্তর সাইটের ইউজার নেম ইউনিক হয় তাই ইউজার নেম ফিল্ডে কোন ধরনের স্পেস কাজ করেনা। আপনি আন্স বাংলায়ও ইউজার নেম ফিল্ডে কোন স্পেস দিতে পারবেন না। যে নামে আগে আইডি আছে সে নামেও কোন আইডি করতে পারবেন না। https://ansbd.xyz/account এই লিংকে গিয়ে আপনি আপনার পূর্ণনাম লিখতে পারবেন।