শেয়ার করুন বন্ধুর সাথে

এই সফ্টওয়ার দিয়ে পিডিএফ ফাইল তৈরী করতে পারবেন  PDF File তৈরী নিয়ম: প্রথমে এপসটি ইনষ্টল করুন। এরপর এপসটি অন করুন। দেখবেন, অনেকটা word File/text File এর মতো দেখাবে। এইবার আপনরি ইচ্ছে মত এখানে ফাইল তৈরী করুন। শুধু তাই নয়, আপনি চাইলে লেখাকে বিভিন্ন স্টাইল করতে পারবেন এবং যে কোন প্রকার ছবি এই ফাইলে যোগ করতে পারবেন। আর যখন ফাইল সেইভ করবেন, তখন ফাইলটা কোন ফরম্যাটে সেইভ হবে সেটা সিলেক্ট করে নিন। ব্যস হয়ে গেল PDF Creator. তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এবং খুব সহজেই PDF File তৈরী করুন।