শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা প্রায় আমাদের ঠোঁটে এক ধরনের ক্ষত দেখতে পাই। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। মাঝে মাঝে প্রচুর অস্বস্তিতে পড়তে হয়। আজকে আমরা দেখব এর কারণ এবং এটি কীভাবে তাড়াতাড়ি সারিয়ে তোলা যায়। ঘা হবার কারনঃ যেকোনো প্রকার এসিডিক ফল খেলে এই রোগ হবার সম্ভাবনা থাকে। যেমন কমলা, লেবু, আনারস, স্ট্রবেরি ইত্যাদি। তবে এগুলো খেলে যে এ রোগ হবেই এমনটা নয়। অনেক সময় এর গায়ে এক ধরনের পর্দা বা আবরণ থাকে যার কারণে এই রোগ হবার সম্ভাবনা থাকে। আমাদের মুখে এক ধরনে কোমল টিস্যু থাকে কোন কারণে এই টিসু ক্ষতিগ্রস্থ হলে এটি হবার সম্ভাবনা থাকে। যে কোন প্রকার মানসিক চাপের মধ্য দিয়ে গেলে এ রোগ হবার সম্ভাবনা থাকে। সডিয়াম লরেল সালফেট যুক্ত প্রডাক্ট ব্যবহার করলে এটি হবার সম্ভাবনা থাকে। যদি কোন খাবারে এলারজি থাকে তবে এ রোগ হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধূমপান করলে এটি হবার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। এবার দেখব কীভাবে এটিকে সারিয়ে তোলা যায়: তুলসি পাতা: – এক মুঠো তুলসি পাতা – ৪-৮ কাপ পানি। এবার এই পানির মধ্যে তুলসি পাতা দিয়ে ১০ মিনিট ধরে ফুটিয়ে নিন। এবার পানি ছেকে নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে নিন এবং ২ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নারকেল তেল: পরিস্কার আঙ্গুলে একটু নারকেল তেল নিয়ে ক্ষত স্থানে লাগান।আপনি ইচ্ছা করলে এর সাথে সামান্য মোম মিক্স করে লাগাতে পারেন। লবঙ্গ তেল: – হাফ চা চামচ অলিভ অয়েল – ১ টি লবঙ্গ গুড়ো – কটন বল – গরম পানি প্রথমে গরম পানি নিয়ে ক্ষত স্থানে ভাব নিন। এরপর লবঙ্গ এবং অলিভ অয়েল একত্রে হাল্কা গরম করে ঠাণ্ডা করেও নিন। কটন বলে তেল নিয়ে ৫ মিনিট ক্ষত স্থানে লাগান। মধু: আমরা সবাই মোটামুটি জানি যে মধুতে এন্টি ব্যাকটেরিয়া থাকে। দিনে কমপক্ষে ৩ বার ক্ষত স্থানে মধু লাগান। এতে খুব তাড়াতাড়ি কাজ হয়। অ্যালভেরা জেল: – ১ টেবিল চামচ অ্যালভেরা জেল। – ১ টেবিল চামচ পানি দুটি উপাদান ভালভাবে মিক্স করে দিনে ৩ বার ক্ষত স্থানে লাগান। এতে ব্যাথা এবং জ্বালা ভাব কমে যাবে। কুসুম গরম লবন পানি: – ১/৪ কাপ গরম পানি – ১/২ চা চামচ লবন এটি ভালোভাবে মিক্স করে দিনে ২ বার ক্ষত স্থানে লাগান যতক্ষন পর্যন্ত সেরে না যায়। টিপস ক্ষত থাকা কালিন এসিডিক খাবার না খাওয়াই ভাল। ক্ষত সারানোর জন্য উপরের উপাদানগুলো ট্রাই করুন। ফ্রেশ টক দই খেতে পারেন। ক্ষতে বেশি হাত দেয়া থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ