শেয়ার করুন বন্ধুর সাথে

নোট ১: কোনো সাইট বা কারোর পোস্ট বা কমেন্ট থেকে কপি-পেস্ট নয়। যদি খাঁটি সালাফি হয়, শুধুমাত্র তবেই। কিন্তু অনেকে আছে যারা শুধুমাত্র নিজেকে সালাফি দাবী করে, কিন্তু তা নয়। কারা সালাফি? যারা নবী সা., সাহাবাহ, তাবেঈন এবং তাবে তাবেঈনদের অনুসরণ করেন। কারণ প্রকৃত ইসলাম খুঁজলে ঐখান পর্যন্তই যাওয়া যায়। এরপরই আসে ভাগাভাগি। যাই হোক, খাঁটি সালাফি হলে অবশ্যই বিয়ে করতে পারবেন। আমাদের দেশে দুইরকম সালাফি আছে— কুরআন এবং সুন্নাহ পালনকারী কুরআন ও হাদিস পালনকারী প্রথম উল্লিখিত মানুষেরা একইসাথে সালাফি ও আহলে সুন্নত। আর দ্বিতীয় উল্লিখিত মানুষেরা আহলে হাদিস। এই পার্থক্য কেন? কারণ অনেকের মতে সব সুন্নত হাদিস কিন্তু সব হাদিস সুন্নত নয় (১নং)। আর অনেকে বিশ্বাস করে সব হাদিসই সুন্নত (২নং)। চার মাযহাবের লোকেরাই সালাফি আর নন-মাযহাবীরাও সালাফি (যদি প্রথমোল্লিখিত মানুষদের মধ্যে থাকে)। শুধু পার্থক্য হলো মাযহাবীরা বেশ কিছু জায়গায় ইমামদের অনুসরণ করে যেগুলো তারা বুঝতে পারে না। আর না হলে কুরআন ও সুন্নাত মেনেই চলে। আর আহল হাদিসরা কুরআন ও হাদিস মানে। কিন্তু এটা মানে কি না জানি না যে সব হাদিসই সুন্নাত না। তারা সব হাদিসই অনুসরণ করে। এখন বিবাহ প্রসঙ্গে আসি। আপনি প্রকৃত সালাফিদের (১নং) বিবাহ করতে পারবেন। তবে ২নং সালাফি তথা আহলে হাদিস হলে যদি ঈমান শক্ত থাকে তবেই বিবাহ করবেন, আর না হলে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ