First world country কিংবা Developed Country বলতে আমরা আমেরিকা, ব্রিটেন, সুইডেন, ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশগুলোকে বুঝি৷ এছাড়া সৌদি আরবও এই তালিকায় রয়েছে৷ সম্ভাবত কাতার, বাহরাইনও আছে (নিশ্চিত নই)৷ কিন্তু, এসব দেশের ধনী হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে, তা মূলত ঐতিহাসিক কারণ৷ অন্যান্য কারণও থাকতে পারে৷ ঐতিহাসিক কারণগুলোর মধ্যে অবশ্যই শিল্প বিপ্লব অগ্রগণ্য৷ কিন্তু, ভূলে যাবেননা, ইংলিশরা একসময় সারা পৃথিবী শাসন করেছে৷ সমগ্র বিশ্বের মূল্যবান সম্পদ তারা কুক্ষিগত করেছে! ভারতীয় উপমহাদেশ তার জ্বলন্ত প্রমাণ৷ সুতরাং, ব্রিটেন ধনী হবেনা কেন? তাদের কুটনৈতিক চালবাজির জন্য আমাদের মাঝে আজও দেশি বাটপারদের বৃট্টিশ বলে গালি দিতে শোনা যায়৷ আর আমেরিকা (USA) এর কথা কি বলব? মানুষের টাকা আত্মসাত করে ধনী হওয়া আর অন্যের খনিজ তেল ছলে-বলে-কলে-কৌশলে কীভাবে নিজে ভোগ করা যায়, সেটা তারা এযাবৎ করে এসেছে৷ ইরাকে, আফগানিস্তানসহ বিভিন্ন খনিজ সমৃদ্ধ দেশে তারা নানা রকম বাহানা আর ছল-ছুতো করে সেসব দেশের তেল চুরি করেছে! কিন্তু, আরো ভয়ানক বিষয় হল বিশ্বব্যাংক থেকে তারা যে পরিমাণ লোন নিয়েছে, তা সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ! যার পরিমাণ প্রায় ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার!! কথায় লিখেছি বলে হয়তো সংখ্যাটা ছোট দেখাচ্ছে৷ একটু অংকে লেখি: ১৪০০,০০০,০০০,০০০ এই পরিমাণ ঋণ তারা কখনো শোধ করতে পারবে বলে মনে হয়না! আর পারলেও শোধ করব বলে মনে হয় না!— জোর যার মুলুক তার! কার সাহস আছে আমেরিকার বিরুদ্ধে কথা বলে? এছাড়া, বিশ্ববাণিজ্য চলে ইউ এস ডলারে৷ সুতরাং, বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণের অনেক খানি তো তাদেরই দখলে৷ আর সৌদি আরব যে সম্পদশালী হয়েছে, তা তো ওই খনিজ সম্পদের জোরে৷ সেই তেল আবার সাপ্লাই দেয় আমেরিকা আর ইসরাইলকে! সুতরাং, তারা ধনী হবেনা কেন? আর স্বয়ং আল্লাহ তায়ালাই তাদেরকে এরূপ ধনসম্পদের যোগান দিচ্ছেন!! বিস্তারিত জানতে সুরা কুরাইশের তাফসির পড়ুন৷ আরো পড়ুন সুরা ক্বছছ ২৮:৫৭ এর তাফসির পড়ুন৷ এগুলো হলো ভৌগলিক এবং ধর্মীয় কারণ৷ ধর্মীয় কারণ আবার এটা নয় যে তারা মুসলিম হয়েছে বলে সম্পদশালী৷ বরং, সৌদি আরব সমগ্র মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র এবং কাবা শরীফ স্থাপনের পর থেকেই সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষের সমাগম হয়; সেখানে ব্যবসা বাণিজ্য জমজমাট৷ এভাবে নানান দেশের নানান কাহিনী যেগুলো তাদেরকে ধনী বানিয়েছে৷৷ ইতালি,সুইডেন, সুইজারল্যান্ড, এদের কাহিনী জানা নেই, আপনি নিজ দায়িত্বে খোজ করুন গিয়ে৷ আমি বলছি, সবাই অসদুুুুপায় অবলম্বন করেছে৷ শুধু কিছু অগোচরে থাকা বিষয় সামনে আনলাম৷ ধনী হওয়ার জন্য উপরোক্ত কারণগুলো ছাড়াও সাধারণ কারণ: শিক্ষা, শিল্প, জনসংখ্যা, শ্রম ইত্যাদি সবই সরাসরি দায়ী৷ সেখানে ধর্ম কোনো দেশের ধনী হওয়ার পিছনে খুবই গৌন ভুমিকা পালন করে, তাও পরোক্ষভাবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ