শেয়ার করুন বন্ধুর সাথে

কুরআনে আছে– “হে মুহাম্মাদ (সাঃ) বল, আমার রব নিঃসন্দেহে আমাকে সঠিক নির্ভূল পথ দেখাইয়া দিয়াছেন।সম্পূর্ণ ও সর্বতভাবে নির্ভূল দ্বীন, তাহাতে বক্রতার কোন স্থান নাই। ইহা ইব্রাহীমের অবলম্বিত পথ ও পন্থা, যাহা সে ঐকান্তিক নিষ্ঠা ও একমূখীতার সহিৎ গ্রহণ করেছিল এবং সে মুসলিমদের মধ্যে ছিল। বল, আমার নামায, আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠান সমুহ, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহর’ই জন্য।” সূরা আল-আনআম ১৬১-১৬২। হাদিসে আছে– আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুল(সাঃ) জনসমক্ষে বসে ছিলেন, এমন সময় তার কাছে এক ব্যাক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলোঃ আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেস্তাগনের প্রতি, (কিয়ামতের দিন) তার সাথে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগনের প্রতি। আপনি বিশ্বাস রাখবেন পূনরুথ্থানের প্রতি। তিনি (লোকটি) জিজ্ঞাসা করলেন ইসলাম কি? তিনি(রাসুল সাঃ) বললেনঃ ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে শরীক করবেন না। নামাজ কায়েম(প্রতিষ্ঠিত) করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজান-এর সাওম পালন করবেন। ঐ ব্যাক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি(রাসুল সাঃ) বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদাত করবেন যেন আপনি তাকে(আল্লাহকে) দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে (বিশ্বাস রাখবেন যে) তিনি(আল্লাহ) আপনাকে দেখছেন। ঐ ব্যাক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি(রাসুল সাঃ) বরলেনঃ এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী জানেন না। তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছিঃ বাঁদী যখন তার প্রভূকে প্রসব করবে এবং ঊটের নগন্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মানে প্রতিযোগিতা করবে। (কিয়ামতের বিষয়) সেই পাঁচটি বিষয়ের অন্তর্ভূক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর তিনি(রাসুল সাঃ) সূরা লুকমানের ৩১ থেকে ৩৪ নং পর্যন্ত আয়াত পাঠ করলেন। এরপর ঐ ব্যাক্তি চলে গেলে তিনি(রাসুল সাঃ) বললেন, তোমরা তাকে ফিরিয়ে আন। তারা(সাহাবারা) কিছুই দেখতে পেলেন না। তখন তিনি(রাসুল সাঃ) বললেন, ইনি জিব্রাঈল(আঃ)। লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। সহীহ আল বুখারী, প্রথম খন্ড, হাদিস নং ৪৮। সুতরাং সংক্ষেপে বলা যায়, ইসলাম হচ্ছে “আল্লাহ প্রদত্ত জীবন-বিধান(আল-কুরআনের বিধি-নিষেধ সমুহ) রাসুল (সাঃ) এর পন্থায় সমাজে প্রতিষ্ঠিত করে আল্লাহর সন্তোষ অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শান্তি ও সমৃদ্ধি অর্জন করা”। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ