শেয়ার করুন বন্ধুর সাথে

কিছু পৃষ্ঠতল আছে যেগুলো কিছুটা উজ্জ্বল বা চকচকে হয়ে থাকে এবং এধরনের তলগুলোই প্রতিফলন ঘটায় ।এমনকি অনেক বছর আগে ,মানুষ আবিষ্কার করে যে মসৃণ উজ্জ্বল তল যেকোন ছবি বা প্রতিমূর্তির প্রতিফলন ঘটাতে পারে এবং তারা কাঁসা থেকে আয়না তৈরি করে । মানুষ আরো পরে আবিষ্কার করে যে কাঁচও প্রতিফলন ঘটাতে পারে যখন এটাকে ধাতব কোন কিছু যেমন নিকেল বা অন্য কিছু দ্বারা প্রলেপ দেয়া হয় ।কেননা তখন এরা খালি কাঁচের চেয়ে ভালো প্রতিফলন ঘটিয়ে ভাল প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে । এটাই প্রতিফলনের প্রকৃতি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ