শেয়ার করুন বন্ধুর সাথে

চুল এবং ত্বকের রঙের মতোই আপনার চোখের মণির রঙের জন্য দায়ী জেনেটিক। সেই জেনেটিক কোড বা সেল এর গঠন না ভাঙ্গিয়ে চিরস্থায়ী নীল মণির চোখ পাওয়া সম্ভব নয়। মেলানিনের কারণে চোখের রঙ বদলায়। খুব অল্প মেলানিন চোখের মণি নীলাভ করে। সুতরাং চোখের মণি নীল করার জন্য আপাতত কোনো উপায় না থাকলেও, এটি করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় কিছু গবেষণা প্রকৃয়াধীন রয়েছে। অবশ্য আপনি চাইলে কন্টাক্ট লেন্স ব্যবহার করে বা আপনার ছবিতে ফটোশপের মাধ্যমে চোখের মণি নীল করতে পারেন।