শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি এলার্জি  জনিত খাবার খাবেন না।চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, বেগুন ইত্যাদি খাবার পরিহার করতে হবে। পানি ও বেকিং সোডা দিয়ে পেষ্ট তৈরি করে গোসলের আগে পুরো শরীরে ম্যাসাজ করতে বলুন।।এছাড়া কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসলও করে ফেলতে পারেন।  এলার্জির সমস্যা পুরোপুরিভাবে নির্মুল করা কষ্টসাধ্য। আপনি একজন ভাল চিকিৎসক এর পরামর্শ নিয়ে ভ্যাকসিন দিতে পারেন এলার্জির। এছাড়া নিম পাতার গুড়ো এবং ইসুবগুল একত্রে গরম জলের সাথে মিশিয়ে প্রতিদিন  খাবেন,আশা করি আরামবোধ করবেন।