শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা সবখানে সরকারের দোষ খুঁজে বেড়াই। লজিক্যাল কথা হলো, যদি কাজ না করে জনগণ।তাইলে পকেটে টাকা আসবে না। পকেটে টাকা না আসলে সংসারে অভাব আসবে। আর বাংলায় একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। সরকার যদি ডায়নামিকভাবে চিন্তা না করে তবে করোনার চেয়ে বড় সমস্যা বেড়ে যাবে করোনার পরবর্তী অবস্থা। গার্মেন্টস খুলে দিক কিন্তু কর্মীদের মাস্ক গ্লভস ঘনঘন হাত ধোয়া ইত্যাদি যেনো শতভাগ নিশ্চিত করে মালিকপক্ষ এতেই হবে। আমাদের দেশের শ্রমিকদের বেশ বড় একটা অংশ গার্মেন্টস খাতে কাজ করে। এরা অন্তত কাজে থাকলে এদেরকে আর ত্রাণ দিতে হবে না। বা সরকারকে এদের নিয়ে চিন্তা করতে হবে না। আর কর্মীরা কাজ না করে এদিক সেদিকে যে ঘুরে বেড়াচ্ছে তা অন্তত অনেকখানি কমে যাবে। ঝুঁকি যদিও আছে। তবে এদের ফ্যাক্টরির চেয়ে বড় ঝুঁকি যে বস্তিতে তারা থাকে সে বস্তিগুলো সেগুলো যেহেতু চলতেছে মনে হয় না ফ্যাক্টরিতে গেলে আহামরি সমস্যার সৃষ্টি হবে। ইতালি আমেরিকার সাথে তুলনা না করে নিজ দেশের অবস্থার সাথে তুলনা করুন।বুঝতে পারবেন।অনেক কিছু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ