শেয়ার করুন বন্ধুর সাথে

রোজা রাখা ফরজ। রোজার জন্য সাহরি খাওয়া সুন্নত। কেউ যদি সাহরি না খায় তাহলে সাহরির সুন্নত আমলটি তার ছুটে গেল। তবে এতে রোজার ফরজ আদায়ে কোনো সমস্যা হবে না৷ কেউ যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারে এবং সাহরি খেতে না পারে, তবুও তার জন্য রোজা রাখা ফরজ। সাহরি খেতে পারলো না বলে রোজা ছাড়তে পারবে না। উল্লেখ্য যে সাহরির নিয়াত করে একগ্লাস পানি খেলেও সাহরির সুন্নাত আদায় হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ