শেয়ার করুন বন্ধুর সাথে

নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো- “বস্তুর ভর বেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ও সেদিকে ঘটে।” ধরা যাক, m ভরবিশিষ্ট একটি বস্তু u আদিবেগে চলছে। এখন F ধ্রুবক বল বস্তুর উপর t সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করায় এর বেগ u হতে পরিবর্তিত হয়ে v হলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ