শেয়ার করুন বন্ধুর সাথে

সাহিত্যের প্রায় সব জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া রয়েছে। কবিতা,উপন্যাস, ছোটগল্প,প্রবন্ধ, নাটক থেকে শুরু করে কিছুই যেন বাদ পড়েনি তার কলমের কালি থেকে। তিনি একজন অভিনেতা ও ছিলেন। তিনি তাঁর লেখা প্রায় ১৩টি নাটকে অভিনয় করেন। ক) রবীন্দ্রনাথ ঠাকুর “বাল্মীকি প্রতিভা ” নাটকে স্বয়ং বাল্মীকির ভুমিকায় অভিনয় করেন। খ) রামায়নের কাহিনী অবলম্বনে রচিত “কালমৃগয়া “নাটকে তিনি অন্ধমুনির ভুমিকায় অভিনয় করেন। গ) “রাজা ও রানী ” নাটকে তিনি বিক্রমদেবের ভুমিকায় অভিনয় করেন। ঘ) অমিত্রাক্ষর ছন্দে রচিত “বিসর্জন ” নাটকে তিনি ১৮৯০ সালে যুবক রবীন্দ্রনাথ বৃদ্ধ রঘুপতির ভুমিকায় এবং ১৯২৩ সালে বৃদ্ধ রবীন্দ্রনাথ যুবক জয়সিংহের ভুমিকায় অভিনয় করেন। ঙ) “বৈকুন্ঠের খাতা ” নাটকে তিনি কেদারের ভুমিকায় অভিনয় করেন। চ) “শারোদৎসব “নাটকে তিনি সন্ন্যাসীর ভুমিকায় অভিনয় করেন। ছ) “রাজা ” নাটকে রবীন্দ্রনাথা রাজা ও ঠাকুরদার যুগ্ম ভুমিকায় অভিনয় করেন। জ) “অচলায়তন ” নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করেন আদিনপুরের ভুমিকায়। ঝ) রবীন্দ্রনাথ অন্ধ বাউলের ভুমিকায় অভিনয় করেন “ফাল্গুনি ” নাটকে। ঞ) তিনি একইসাথে ঠাকুরদা, প্রহরী ও বাউলের ভুমিকায় অভিনয় করেন “ডাকঘর ” নাটকে