শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাক বলতে আপনি কি বোঝেন? যদি যেন তেন এক ভাবে অন্যের আইডি নিতে পারলেই হ্যাক বোঝেন তাহলে উত্তর হ্যা, হ্যাক করা যায়। তবে এটি সবাই পারেনা।  আবার সকলের আইডি হ্যাক করাও যায়না। সাধারনত কল করার কথা বলে বন্ধুর ফোনটি নিয়া পাস চেঞ্জ করে হ্যাক করতে পারেন যদি তার লগ আউট না থাকে। কিছু ওয়েব প্রোগ্রামিং যেমন php জানা থাকলে বন্ধুকে ভুয়া মেইলের ফাদ পেতে হ্যাক করতে পারেন। অবশ্য ব্যবহারকারী সতর্ক থাকলে কাজ হয়না। ফিসিং পেজ বানিয়েও হ্যাক করা যায়। আর বাস্তবিক হ্যাক অর্থাৎ সিস্টেম ভেঙ্গে বা সিস্টেম দুর্বলতা কাজে লাগিয়ে পাসওয়ার্ড বা ইউজারের কোনরুপ এক্টিভিটি সাহায্য ছাড়াই কারো আইডি নেওয়াকে হ্যাক বোঝেন তাহলে এটি করা অত সহজ না। খুবই দক্ষ, প্রোগ্রাম দক্ষ, বুদ্ধিমানরাই হ্যাক করতে পারে। তারপরও নিশ্চিত নয়। কেননা ফেসবুক কতৃপক্ষ বড় বড় প্রোগ্রামারদের রেখে দিয়েছেন হ্যাক ঠেকাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ