শেয়ার করুন বন্ধুর সাথে

সমীকরণে সমান চিহ্নের দুইপক্ষে দুটি বহুপদী থাকে অথবা এক পক্ষে শুন্য থাকতে পারে । দুই পক্ষের বহুপদীর চলকের সর্বচ্চ ঘাত সমান নাও হতে পারে । সমীকরণ সমাধান করে চলকের সর্বচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে । এই মান বা মানগুলোকে সমীকরণের মূল বলে । এই মূলগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে । এখাধিক মুলের ক্ষেত্রে এগুল সমান বা অসমান হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ