Share with your friends

CDMA প্রযুক্তির সুবিধা  সেল কভারেজ এরিয়া ১১০ কিলােমিটার পর্যন্ত বিস্তৃত।  ডেটা ট্রান্সফার রেট ১৫৪-৬১৪ kbps।  ট্রান্সমিশন পাওয়ার খুবই কম তাই কথা বলার সময় রেডিয়েশন কম হয়।  ব্যাটারির আয়ুষ্কাল বেশি।  ব্যান্ডউইডথ বরাদ্দ তুলনায় GSM থেকে ৪ থেকে ৫ গুণ বেশী।  নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক বেশি।  ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কম হওয়ায় এ প্রযুক্তিকে গ্রীণফোন প্রযুক্তিও বলা হয়।

Talk Doctor Online in Bissoy App