একজন পজেটিভ ভাইরাস নারীর সাথে মিলন করাকালীন বীর্যপাত হোক বা না হোক প্রটেকশন ব্যতীত মিলন করলেই সংক্রামন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নারীর কামরস বা যোনি রস এ ভাইরাস ছড়ালে সেক্ষেত্রে বীর্যের উপস্থিত না থাকলেও সংক্রমন হতে পারে।  তাই বলা যায় নারীর যোনি রস বা কামরস এর মাধ্যমেই এইস আই ভি ভাইরাস সংক্রামণ হতে পারে। ধন্যবাদ।