শেয়ার করুন বন্ধুর সাথে

পরিসংখ্যানিক যথার্থতা যাচাইয়ে অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হল পরিমিত যাচাই। সাধারণভাবে নিম্নোক্ত ক্ষেত্রে পরিমিত যাচাই ব্যবহৃত হয়ঃ (i) পরিমিত যাচাই একক নমুনা গড়ের যথার্থতা যাচাইয়ের ব্যবহৃত হয়। (ii) ইহা দুটি স্বাধীন নমুনা পার্থক্যের যাচাই করতে ব্যবহৃত হয়। (iii) নমুনার অনুপাত যাচাইয়ে ইহা ব্যবহৃত হয়। (iv) দুটি অনুপাতের তুলনা যাচাই করতে পরিমিত যাচাই ব্যবহৃত হয়। (v) সংশ্লেষাংক যাচাই করতে ইহা ব্যবহৃত হয়। (vi) দুটি সংশ্লেষাংকের সমতা যাচাইয়ে পরিমিত যাচাই ব্যবহৃত হয়।