শেয়ার করুন বন্ধুর সাথে

যে ডেস্কটির ওপর কম্পিউটারটি বাসানো থাকে তার চারপাশে যে সব জায়গায় ধুলাে-ময়লা জমে থাকে তা পরিষ্কার করা। কম্পিউটারটির বাইরে যে সব স্থানে ধুলাে-ময়লা লেগে থাকে তা মুছে ফেলা। মনিটর পরিষ্কার করা। এক্ষেত্রে এন্টিস্ট্যাটিক স্প্রে বা দ্রবণ কিংবা কাপড় ব্যবহার করা যেতে পারে। প্রিন্টার ও অন্যান্য পেরিফেরাল পরিষ্কার করা। টেবিল, চেয়ার, মেঝে ইত্যাদিতে ধুলা জমে থাকলে তা পরিষ্কার করা। প্রতিদিন প্রিন্ট করার প্রয়ােজন পড়লে ছােট ছােট কাগজের টুকরা এখানে সেখানে পড়ে থাকতে পারে। এ সব টুকরাে পরিষ্কার করা। এবং ব্যবহৃত কাগজপত্র গুছিয়ে রাখা। সপ্তাহে অন্তত একদিন স্ক্যানডিস্ক, ডিফ্রাগমেন্ট প্রােগ্রাম চালনা করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ