শেয়ার করুন বন্ধুর সাথে

গ্যালভানিক কোষের অ্যানোডে জিংক দন্ড এবং জিংক সালফেট দ্রবণ এবং ক্যাথোডে কপার দন্ড এবং কপার সালফেট দ্রবণ ব্যবহার করা হয়। জিংক এবং কপারের মধ্যে জিংকের সক্রিয়তা বেশি বলে জিংক বিজারক এবং কপার জারক হিসেবে কাজ করে। আমরা জানি, বিজারক ইলেকট্রন দান করে এবং জারক ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং, উল্লিখিত কোষে জিংক দন্ড হতে কপার দন্ডে ইলেকট্রন স্থানান্তর হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ