নেফ্রনের অন্যতম একটি অংশ হলো রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ। এখানে গ্লোমেরুলাস নামক যে অংশটি রেনাল ক্যাপসুল দিয়ে আবৃত থাকে তা মূলত: একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি হয়। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য আলাদা করে তা পরিস্রুত তরল বা Glomerslar Filtrate নামে পরিচিত। মূলত এই পরিস্রুত তরল থেকেই মূত্র তৈরি হয়।