শেয়ার করুন বন্ধুর সাথে

.দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ|                           উত্তরঃ দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য-                         দ্রুতিঃ১. সরল ও বক্রপথে চলমান বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে দ্রুতি বলে |              ২.দ্রুতি স্কেলার রাশি |         ৩.মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে |                 ৪.বেগের মানেই দ্রুতি |         ৫.দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় |                          বেগঃ১.নিদিষ্ট দিকে কোন বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে বেগ বলে |                          ২.বেগ ভেক্টর রাশি |           ৩.মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে| ৪.নিদিষ্ট দিকে দ্রুতিই বেগ|      ৫.বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ