শেয়ার করুন বন্ধুর সাথে

কঙ্কালতন্ত্রের অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক অস্থিই হলো তরুণাস্থি। এটি যোজক কলার ভিন্ন রূপ। এর মাতৃকা হলো কন্ড্রিন ও এতে কন্ড্রিওসাইট কোষ থাকে। তরুণাস্থি একটি চকচকে সাদা আবরণ দ্বারা বেষ্টিত থাকে যার নাম পেরিকন্ড্রিয়াম। দেহে অস্থির কিছু অংশে ও অস্থির সংযোগ স্থলে সাদা, নীলাভ ও চকচকে এই তরুণাস্থির উপস্থিতি দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ