শেয়ার করুন বন্ধুর সাথে

মূলত তেল কূপে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসকে আর্দ্র প্রাকৃতিক গ্যাস বলা হয়। আর্দ্র প্রাকৃতিক গ্যাসে প্রধানত মিথেন (60-95%) গ্যাসের সাথে ইথেন (5-20%), উচ্চতর স্ফুটনাঙ্ক বিশিষ্ট প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, আইসোপেন্টেন, সামান্য গ্যাসোলিন এবং ভেজাল রূপে N2, He, CO2, H2S ও জৈব সালফার থাকে।