Share with your friends

অম্ল-ক্ষারকের লুইস মতবাদ অনুসারে যে সকল যৌগ প্রোটনকে ইলেকট্রন জোড় দান করতে পারে তাদেরকে ক্ষার বলা হয়। মূলত মুক্তজোড় ইলেকট্রনধারী যৌগসমূহ লুইস ক্ষাররূপে আচরণ করে। NH3 এর নাইট্রোজেনে মুক্তজোড় ইলেকট্রন থাকায় এটি প্রোটনকে একজোড়া ইলেকট্রন দান করতে পারে। তাই একে লুইস ক্ষার বলা হয়।

Talk Doctor Online in Bissoy App