শেয়ার করুন বন্ধুর সাথে

যে পরিসংখ্যানিক পদ্ধতিতে নমুনাজমানের ভিত্তিতে পরামিতি (সমগ্রকের মানসমূহের পরিমাপ)-এর সম্পর্ক একটি নির্দিষ্ট মানের ভিত্তিতে নিরূপণ করা হয়, তাকে বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপণ বলে। যেমনঃ ঢাকা সিটি কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স জানতে সমস্ত ছাত্রছাত্রীর বয়স গণনা করা সম্ভব না হলে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কিছু সংখ্যাক ছাত্রছাত্রীর বয়স গণনা করে গড় বয়স 20 বৎসর পাওয়া গেলো। এখন, গড় বয়স 20 বৎসরকেই যদি ঢাকা সিটি কলেজের সমস্ত ছাত্রছাত্রীর গড় বয়স হিসেবে বিবেচনা করা হয়, তবে তা হবে বিন্দু প্রাক্কলন বা বিন্দু নিরূপন (Point Estimation)।