শেয়ার করুন বন্ধুর সাথে

কোনাে পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় এটি পরিবাহী দ্বারা কমবেশি কিছু বাধা পায়। এই বাধাকে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রােধ বলা হয়। রেজিস্ট্যান্স সার্কিটে ভােল্টেজ ড্রপ এবং কারেন্ট হ্রাস করে। এজন্য রেজিস্ট্যান্সকে কখনও সিরিজে কখনও প্যারালালে আবার কখনও সিরিজ-প্যারালালে সমন্বয় করতে হয়। রেজিস্ট্যান্সের এই সমন্বয়কে রেজিস্ট্যান্স গ্রুপিং বলে। রেজিস্ট্যান্স গ্রুপিং প্রধানত তিন প্রকার। যথাঃ (ক) সিরিজ গ্রুপিং, (খ) প্যারালাল গ্রুপিং এবং (গ) মিশ্র গ্রুপিং।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ