শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তপ্ত গলিত লাভা কোনো শিলাস্তরের মধ্যে প্রবেশ করলে এর সংস্পর্শে পার্শ্ববর্তী যাবতীয় শিলা গলে যায়। শীতল হওয়ার পর এ শিলার আগের বৈশিষ্ট্যগুলো অনেকাংশে লোপ পায়। এরূপ রূপান্তরকে স্পর্শ রূপান্তর বলে।