এইভাবে বয়স অনুযায়ী পেনিসের মাপ বলা সম্ভব নয়।তবে ‘বিজেইউ ইন্টারন্যাশনাল’ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে পেনিসের সাইজ নিয়ে উঠে এসেছে নানা তথ্য। পৃথিবীর বিভিন্ন দেশে করা ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে, শিথিল অবস্থায় পুরুষদের পেনিসের গড় দৈর্ঘ্য ৯.১৬ সেন্টিমিটার বা ৩.৬১ পুরুষদের গড় পেনিস সাইজ কত, তা জানতে সম্প্রতি একটি সমীক্ষা চালান একদল ব্রিটিশ গবেষক। ১৫,৫২১ জন পুরুষের উপর ওই সমীক্ষা চালানো হয়। বিস্তারিত ইঞ্চি। উত্থিত অবস্থায় তা হল ১৩.১২ সেন্টিমিটার বা ৫.১৬ ইঞ্চি। আর শিথিল অবস্থায় পেনিস গড়ে ৯.৩১ সেন্টিমিটার বা ৩.৬৬ ইঞ্চি চওড়া। উত্থিত অবস্থায় তা ১১.৬৬ সেন্টিমিটার বা ৪.৫৯ ইঞ্চি চওড়া। এর চেয়ে বড় পেনিসধারী পুরুষের সংখ্যা খুবই কম। ৬ ইঞ্চি লম্বা পেনিস আছে, এমন পুরুষের সংখ্যা প্রতি ১০০ জনে মাত্র ৫ জন।তথ্যসূত্র