শেয়ার করুন বন্ধুর সাথে

এব্রোশন মানে হলো গর্ভপাত করা আর   গর্ভপাত হলো কোনো ফিটাস বা ভ্রূণ নিজে নিজে বেঁচে থাকতে সক্ষম হওয়ার আগেই এটিকে অপসারণ করে অথবা মাতৃগর্ভ থেকে জোরপূর্বক বের করে দিয়ে গর্ভধারণের অবসান ঘটানো৷ গর্ভপাত ইচ্ছাকৃতভাবে ঘটানো  হয়ে থাকে। আবার কখনো অনাকাঙ্ক্ষিত ভাবেও গর্ভপাত হয়ে থাকে আবার কখনো নিজের অজান্তেই শারীরিক চলাফেরা বা কাজ কর্মের মাধ্যমে বা জরায়ুতে আঘাতের ফলেও হতে পারে। আপনার স্ত্রীর ৪ মাসের প্রেগন্যান্ট আর এতেই ওনার মাসিকের রক্তপাত যায় আসলে এটি গর্ভপাত বলা যাবে না। আগে চিকিৎসক এর পরামর্শে ঔষধ খাওয়ান ঠিক না হলে গর্ভপাত করাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ