শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমেই একটি চিমটা জাতীয় জিনিস দিয়ে মৌমাছি/বোল্লার  হুলটা তুলে ফেলে দিন এবং সার্জিকাল স্পিরিট লাগিয়ে নিন। > ফোলা কমানোর জন্যে আক্রান্ত স্থানে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ব্যবহার করতে পারেন। > আক্রান্ত স্থানে সাথে সাথে পেঁয়াজের রস ঘষে দিতে পারেন। > আক্রান্ত স্থানটি কাপড় কাচা সাবান (ক্ষার জাতীয়) দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এরপরে মধু লাগিয়ে হালকা মালিশ করুন। > আক্রান্ত স্থানটি পরিস্কার করে পানের চুন সেখানে লাগিয়ে দিতে পারেন। এতে করে সেখানে ব্যাথা হবে না আর ফুলে উঠবে না। > আক্রান্ত স্থানটি পরিষ্কার করে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি। > আক্রান্ত স্থানটিতে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে ব্যথা ও জ্বালা কমে যাবে কিছুক্ষন পরেই। > কিছু অ্যান্টিহিস্টামিনিক (Antihistaminic) ঔষধ ব্যবহার করতে পারেন। যেমন: এলাট্রল, নাপা, হিস্টাসিন ইত্যাদি। ব্যথা কমে যাবে । . উপরোক্ত প্রাথমিক চিকিৎসা গুলো ঘরোয়া ভাবে তখনই করতে পারবেন যখন ১-২ টা বা তার কিছু বেশি মৌমাছি হুল ফোটাবে। যদি অধিক পরিমাণে মৌমাছি হুল ফোঁটায় তাহলে প্রথমিক ভাবে হুলগুলো বের করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ