শেয়ার করুন বন্ধুর সাথে

ব্রয়লার মুরগিকে নিয়ে  বিস্তারিত বলা হলো এবং ক্ষতি:-  আসলে বয়লার কে যে খাবার দেওয়া হয় তার নাম হচ্ছে ফিট।এই খাদ্য টি তৈরি করা হয় বর্জ্য পদার্থ থেকে।যেমন টেনারি বর্জ্য থেকে।সেখানে বিভিন্ন ধরণের ক্ষতিকর ক্যামিক্যালের ব্যাবহার করা হয় এবং সব মিলে এই খাদ্য তৈরি করা হয়।এই বর্জ্য পদার্থের সঙ্গে আরো কিছু পদার্থ মিশিয়ে বাজার জাত করে।এই খাদ্যে থাকে ক্যান্সার সৃষ্টিকারীর মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ।যা ফিট নামক খাদ্যের মধ্য দিয়ে বয়লারের শরীরে প্রবেশ করে।এবং ঐ মাংশ মানুষ খেলে ক্যান্সার সহ আরো জঠিল রোগ হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ