Share with your friends

নিম্নে দেখুন উক্ত ঔষধ গুলো কোন কোন রোগে ব্যবহৃত।  Onazyme==এটি আমাশয় এর জন্য সেবন করা হয়। Top ===  ইহা হলো ব্যাথা নাশক ঔষধ। যা প্রদাহী বাত, বাত, এনকাইলজিং স্পন্ডিলাইটিস, বারসাইটিস, টেনডিনাইটিস, অস্ত্রোপচারজনিত ব্যথা। বাত জনিত ব্যথা ও কোমল টিস্যুর অন্যান্য ব্যথা ও প্রদাহ নিরোধেও ব্যবহৃত হয়ে থাকে। vsl = এটি  স্বাস্থ্যকর খাদ্য যা হল স্বাস্থ্যকর পাচনতন্ত্র (পেট এবং অন্ত্র) বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ পেটের চিকিৎসায়, বদহজম, পেপটিক আলসার এর জন্য সেবন করা যাবে। erzol d == এটি পেটের অ্যাসিডিটি এবং অম্বল জ্বালাপোড়া নিরাময়ে সহায়ক। এটি অ্যাসিডিটির লক্ষণগুলি যেমন অম্বল, পেট ব্যথা বা জ্বালা এবং বদহজম দূর করতে সহায়তা করে। এটি বমি বমি ভাব বা বমি বমিভাব প্রতিরোধ করার জন্য পেটে খাবারের চলাচলকে উৎসাহ দেয়।

Talk Doctor Online in Bissoy App