আসলে এই ফোড়া যতদিন না পর্যন্ত পেকে পুজ না বের  হবে ততদিন ব্যথা বা কষ্ট লাগবে স্বাভাবিক তবে ভালো হবে ভালো  মেডিসিন বিশেষজ্ঞের চিকিৎসা নিবেন। যদি ফোড়া টি পেঁকে যায় বা ভিতরে পুজ থাকে তাহলে যন্ত্রনা বেশি হবে তাই যত সম্ভব চিকিৎসক এর পরামর্শে পুজ বের করে নিন আর চিকিৎসা নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ