দুটোর উপকার একই। তবে অনেক ভ্যাসলিন আছে যেগুলো পেট্রোলিয়াম জেলি জাতীয় নয়। অর্থাৎ সেগুলো কেবল এবং কেবল শরীর হাত-পায়ে মাখা হয়। সেগুলো ঠোঁঠে ব্যবহার না করাই উত্তম। ঠোঁঠে ব্যবহারের জন্য আপনি পেট্রোলিয়াম জেলি জাতীয় মেরিল অথবা ভ্যাসলিন যেকোনো একটা ব্যবহার করতে পারেন। আমি মেরিলকেই সাজেস্ট করব।