শেয়ার করুন বন্ধুর সাথে

  এ বছর গুগলে যা খুঁজেছে বিশ্ব প্রকাশ: ২০১৯-১২-১২ ১২:৫১:০৪ পিএম বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | রাইজিংবিডি.কম যেকোনো কিছু জানতে বিশ্বের বেশিরভাগ মানুষ ইন্টারনেটে সার্চ করে থাকেন গুগলের মাধ্যমে। কারণ গুগলের মতো এত উন্নত সার্চ ইঞ্জিং আর দ্বিতীয়টি নেই। প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো খুঁজেছে, সেগুলোর শীর্ষ ১০ তালিকা। ব্যতিক্রম হয়নি এ বছরও। গুগল প্রকাশ করেছে ২০১৯ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, এমন শীর্ষ ১০ বিষয়। এছাড়া ক্যাটাগরিভিত্তিক তালিকাও প্রকাশ করেছে গুগল। যেমন ২০১৯ সালে সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০ ব্যক্তি, খবর, খেলোয়াড়, অভিনেতা, গান, সিনেমা, টিভি অনুষ্ঠান এবং প্রয়াত ব্যক্তি। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগলে সর্বাধিক সার্চ করা ১০টি বিষয় হচ্ছে: ১. ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ২. ক্যামেরন বয়েস ৩. কোপা আমেরিকা ৪. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ৫. আইফোন ১১ ৬. গেম অব থ্রোনস ৭. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ৮. জোকার ৯. নটর ডেম ১০. আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে ব্যক্তিদের নিয়ে: ১. অ্যান্টোনিও ব্রাউন ২. নেইমার ৩. জেমস চার্লস ৪. জাসি স্মলেট ৫. কেভিন হার্ট ৬. বিলি এইলিস ৭. গ্রেটা থানবার্গ ৮. আর. কেলি ৯. জোয়াকিন ফিনিক্স ১০. জর্ডান উডস সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে অভিনেতাদের নিয়ে: ১. জেসি স্মলেট ২. কেভিন হার্ট ৩. জোয়াকিন ফিনিক্স ৪. কিয়ানু রিভস ৫. লরি লাফলিন ৬. লরেন লন্ডন ৭. রামি মালেক ৮. এরিকা সাওয়াজিরি ৯. ব্রি লারসন ১০. হিরোফুমি আরাই গুগলে সবচেয়ে বেশি যে ১০টি খবর খোঁজা হয়েছে: ১. কোপা আমেরিকা ২. নটর ডেম ৩. আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ৪. হারিকেন ডরিয়ান ৫. রাগবি ওয়ার্ল্ডকাপ ৬. শ্রীলঙ্কা ৭. এরিয়া ৫১ ৮. ইন্ডিয়া ইলেকশন রেজাল্ট ৯. টাইফুন নং ১৯ ১০. ফল অব বার্লিন ওয়াল ২০১৯ সালে প্রয়াত যে ব্যক্তিদের সম্পর্কে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে: ১. ক্যামেরন বয়েস ২. নিপসি হাসল ৩. জুলেন ৪. কার্ল লেগারফিল্ড ৫. এমিলিয়ানো সালা ৬. জেফরি এপস্টেইন ৭. গুগু লিবেরাতো ৮. নিকি লডা ৯. গ্যাব্রিয়েল ডিনিজ ১০. সুষমা স্বরাজ ২০১৯ সালে গুগলে যে ১০টি সিনেমা বেশি খোঁজা হয়েছে: ১. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ২. জোকার ৩. ক্যাপ্টেন মার্ভেল ৪. টয় স্টোরি ৪ ৫. অ্যাকুয়াম্যান ৬. ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ৭. ফ্রোজেন ২ ৮. গ্রিন বুক ৯. দ্য লায়ন কিং ১০. আলাদিন গুগল সার্চে শীর্ষ ১০ টিভি অনুষ্ঠান হচ্ছে: ১. গেম অব থ্রোনস ২. স্ট্রেঞ্জার থিংস ৩. চেরনোবিল ৪. হোয়েন দে সি আস ৫. দ্য আমব্রেলা অ্যাকাডেমি ৬. দ্য মান্ডালোরিয়ান ৭. বল বীর ৮. ইউফোরিয়া ৯. মোটু পাতলু ১০. ডেড টু মি এ বছর গুগলে যে ৮টি গান সর্বাধিক খোঁজা হয়েছে: ১. ওল্ড টাউন রোড ২. সেভেন রিংস ৩. শ্যালো ৪. সেনোরিটা ৫. মেমোরিজ ৬. ইনটু দ্য আননোন ৭. অ্যা হোল নিউ ওয়ার্ল্ড ৮. সানফ্লাওয়ারড  ঢাকা/ফিরোজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ