SSC তে চতুর্থ বিষয় কখনোই কোন SUBJECT কে কভার করে না । চতুর্থ বিষয় হচ্ছে এমন একটি বিষয় যেটাতে আপনি ফেল করলেও রেজাল্ট এর উপর কোন প্রভাব পরবে না ( পরিক্ষায় অবশ্যই ATTEND করতে হবে )  কিন্তু যদি জিপিএ 5 চতুর্থ বিষয় পান তাহলে আপনার মুল পয়েন্টের সাথে 3 পয়েন্ট যোগ হবে । অর্থাত্ যত পয়েন্ট ই পান চতুর্থ বিষয় এ তার থেকে 2 পয়েন্ট বাদ যাবে বাকি পয়েন্ট যোগ হবে ।