শেয়ার করুন বন্ধুর সাথে

কাবা একটি বড় পাথরের কাজ করা কাঠামো যার আকৃতি প্রায় একটি ঘনক এর মত। কাবা শব্দটি এসেছে আরবি শব্দ মুকাআব অর্থ ঘন থেকে। এটি কাছের পাহাড়ের গ্রানাইট দ্বারা তৈরি যা দাঁড়িয়ে আছে প্রায় ২৫সেঃমিঃ (১০ ইঞ্চি) মার্বেল পাথরের ভিত্তির উপর যা বাইরের দিকে ৩০সেঃমিঃ (১ ফুট) বাড়িয়ে আছে। [১] কাঠামোতে জায়গার পরিমাণ প্রায় ১৩.১০ মিঃ (৪৩ ফুট) উচ্চতা, পাশাপাশি ১১.০৩ মিঃ X ১২.৬২ মিঃ [২][৩] চারটি কোন কম্পাসের প্রায় চার বিন্দু বরাবর মুখ করা।[১] কাবার পূর্ব কোনা হচ্ছে রুকন-আল- আসওয়াদ (কাল পাথর অথবা আল-হাজারুল-আসওয়াদ), একটি উল্কাপিন্ডের অবশেষ; উত্তর কোনা হল রুকন-আল-ইরাকী (ইরাকী কোণ); পশ্চিমে রয়েছে রুকন-আল-সামী (পূর্ব-ভূমধ্য সাগরীয় কোণ) এবং দক্ষিণে রুকন-আল-ইয়ামানী (ইয়েমেনী কোণ)। [১][৩]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ