শেয়ার করুন বন্ধুর সাথে

সতেরশ শতাব্দীর দিকের কথা। তখন ইউরোপীয়ান বেগুণ দেখতে এখনকার বেগুণের মতো ছিল না। আদি বেগুণ দেখতে ছিল ছোট গোলাকার এবং সাদা বা হলদে-সাদা রঙের। তো বেগুণকে দেখতে মনে হতো হাঁসের বা মুরগির ডিমের মতো, তাই এর নাম হয়ে গেল এগপ্ল্যান্ট (Eggpalnt)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ