এতেকাফ অবস্থায় মোবাইলে কুরআন পড়ানো যাবে কি না? 


শেয়ার করুন বন্ধুর সাথে
emranvai

Call

যেহেতু আপনি এহতেকাফে থাকবেন সেহেতু প্রথমত মাল্টিমিডিয়া মোবাইল সাথে না রাখাই উত্তম। আর মসজিদে এহতেকাফে করলে আপনি কোরআন সহজেই পাবেন। ভাল করে খেয়াল করলে দেখবেন পিন্ট করা কোরআন পরলে কুরআনপ্রতি যেই একটা শ্রোদ্ধা আসে তা মোবাইলে আসে না। তাই উত্তম হয় পিন্ট কুরআন পড়া। মোবাইলে পরলে এহতেকাফে সমস্যা হবে এমন মন্তব্য কোন বিজ্ঞ আলেম করেননি। সুতরাং চাইলে এভাবেও পরতে পারেন । ধন্যবাদ