Call

প্রথমেই ধন্যবাদ!! । আমার প্রিয় একটি বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। মোটামুটি সাহায্য করতে পারব.  :--- আমরা জানি দেশের   উন্নতি এর.  জন্য  শিক্ষার  কোন  বিকল্প. নেই  তবে  সেটা  হতে  হবে  সুুুশিক্ষা  কেবলমাত্র   সুশিক্ষার মাধ্যমেই মানুষের মেধার উৎকৃষ্ট ব্যবহার সম্ভব। সু শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষজন নানাদিব পেশায় যুক্ত হলেও তারা সৎ থাকবে তারা তাঁদের সর্বোচ্চ কাজ উপহার দিবে। ফাঁকিবাজি করবে না। ফলে তারা কাজকর্ম দ্বারা অচিরেই দেশের সকলের কাছে সম্মানের প্রার্থি হয়ে উঠবে সেই সাথে বিদেশের দরবারে দেশের সুনাম উজ্জল করবে। এছাড়া যারা জাতির কর্ণধার তারা যদি সু শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কখনোই সে জাতির উন্নয়ন সম্ভব হবে না। তারা সুশিক্ষিত হলে শুষ্ঠ নেনৃত্ব দিবে যা দেশকে অনেক দূর নিয়ে যাবে । যেমন নেলসন ম্যান্ডেলার আফ্রিকা। মহাত্না গান্ধির ভারত। জাতির নেতৃবিন্দ সুশিক্ষত না হলে তাঁদের পরিস্থিতি হবে আমাদের দেশের মতো যা আপনি নিজেই পর্যবেক্ষন করতে পারছেন মাননীয় মডারেটর। সুশিক্ষিত ব্যক্তির আচরণ ও নম্র ভদ্র হবে যা সকলের কাছে সম্মানের হবে। তাই আমরা বলতে পারি শুধুমাত্র শিক্ষা নয় সুশিক্ষা জাতির মেরুদন্ড। এর বেশি এখন মনে পড়ছে না। ধন্যবাদ। আর আপনার জন্য শুভকামনা রইল রেজাল্ট টা জানাবেন।