শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আসলে চাচির সাথে মিলন করলেই যে তাকে বিবাহ করা জায়েজ হবে তা কিন্তু না । যদি আপনার চাচা মারা যান বা আপনার চাচার কাছ থেকে ডিভোর্স নেয় তাহলেই কেবল আপনার চাচিকে বিবাহ করতে পারবেন তার আগে না । কাজেই চাচির সাথে এসব মারাতক যিনা না করাই  উত্তম  । যদি আপনার চাচিকে বিবাহকরতে চান বা ওনিও যদি রাজি থাকে তাহলে আপনার চাচার কাছ থেকে ডিভোর্স নিতে বলেন অথবা আপনার চাচা মারা গেলে ওনার ফেমিলির সম্মতি ক্রমে বিবাহ করতে পারবেন কিন্তু চাচা বেচে থাকলে ও চাচিকে ডিভোর্স না দিলে ওনাকে বিবাহ করা জায়েজ হবে না । কাজেই যা করবেন ভেবে চিনতে করেন । আসা করি বুঝতে পারছেন ।