শেয়ার করুন বন্ধুর সাথে

আঠার শতক শেষ হওয়ার আগেই ইউরোপীয় স্থাপত্যের ব্যাপক বিকাশ ঘটে। বেলভেডিয়ার প্রাসাদ,নতুন ফোর্ট উইলিয়াম,রাইটার্স বিল্ডিং,নতুন কোর্ট হাউস,সেন্ট জন্স চার্চ, কাউন্সিল ভবন,সদর দেওয়ানি আদালত,পর্তুগিজ চার্চ ইত্যাদি। অতঃপর অসংখ্য ভবন তৈরি হয়েছে যার মধ্যে টাউন হল,সেন্ট পল ক্যাথিড্রিন,মেডিকেল হল,হাইকোর্ট বিশেষ উল্লেখযোগ্য। বিশ শতকে ইংরেজদের স্থাপত্যের বড় কীর্তি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক যা তাজমহলের অনুকরণে তৈরি। উনিশ শতকের মধ্যভাগ থেকে নির্মিত গোপাল জিও মন্দির,ভবতারিণী মন্দির,তলকপুকুরের অন্নপূর্ণা মন্দির, দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মন্দির।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ