এর আগে আমি এই প্রশ্নটা করেছিলাম

কিন্তিু প্রেগনেন্ট হওয়ার কতোদিন পর MM Kit খেয়েছিলাম

তা বলতে খেয়াল ছিলো না,,,

আমি প্রেগনেন্ট হওয়ার ৭ দিন পরে MM Kit  খেয়েছিলাম

 MM kkit খাওয়ার পর যদি ব্লিডিং হয়,,,, নিয়মিত ব্লিডিং হওয়ার চেয়ে আনেক ব্লিডিং হয় এবং ৫ দিন ব্যাপি ব্লিডিং হয়,,,,

এতে আমি কি নিশ্চিত হতে পারি আমার যে আমার গর্ভপাত সফল হয়েছে...?? 

গতো মাসে ব্লিডিং হলেও এই মাসে ২ দিন পার হলেও কোন ব্লিডিং হচ্ছে না,,

এতে কি আমার ভয়ের কিছু আছে....????

 আমি কি প্রেগনেন্ট হতে পারি...???

শুনেছি MM Kit খাওয়ার পরে ব্লিডিং হলেও,,, আল্ট্রাসনোগ্রাফি করে গর্ভপাত হয়েছে নাকি সিউর হতে হয়,,,কিন্তুু আমিতো ভেবেছিলাম গর্ভপাত হযেছে,, এখন আমর করণীয় কি,,এবং পিরিয়ড কিভাবে চালু করতে পারি   

আমার একটা প্রশ্ন আমার কি গর্ভবতি থাকার কোন সম্ভবনা থাকতে পারে,,,,,???

আর যদি গর্ভবতি হয়ে না থাকি ডক্টরের কাছে গেলে আমাকে কি চিকিৎসা দিবে সেটি একটু বৃঝিয়ে বলবেন...?

আমি খুব চিন্তিত,,,আজ  ৭ দিন পার হয়ে গেলেও পিরিয়ড হচ্ছে না,,আমার করণীয় কি বলবেন প্লিজ


Share with your friends
Jamiar

Call

প্রথমত বলি আপনি প্রেগন্যান্ট নন বা প্রেগন্যান্ট থাকার কোন চাঞ্চ নেই।সুতারাং এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। অপেক্ষা করুন এ মাসেও মাসিক হবে।তবে একটু সময় লাগবে। কেনো না উক্ত পিল সেবনে অতিরিক্ত রক্তপাত হয়েছে যার কারনে শরীরে রক্তশল্পতা দেখা দিলে পরবর্তীতে মাসিক হতে সময় লাগে। সুতারং অপেক্ষা করুন।পুষ্টিকর খাবার খান।