Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য,মিলনের পর মাসিক হলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।তবে মাসিকের পর আবার যদি মিলন করেন তাহলে প্রেগন্যান্সি সম্ভাবনা থেকেই যায় তাই, মনে করে দেখুন লাস্ট মাসিকের পর মিলন করছিলেন কিনা।যদি মিলন না করেন তাহলে প্রেগন্যান্ট হবে না। মাসিক মিসিং এর অন্য কারন থাকতে পারে সেক্ষেত্রে অপেক্ষা করুন।মাসিক হবে আশা করি।