শেয়ার করুন বন্ধুর সাথে

Call

পৃথিবীর গভীরতম খাতের নাম হলো:-ম্যারিয়ানা খাত.

Call

বিশ্বের সবচেয়ে গভীরতম খাতের নাম হলো মারিয়ানা খাত।

MR Hossain

Call
মারিয়ানা ট্রেঞ্চ
বিশ্বের গভীরতম সমুদ্র খাত
বিশ্বের গভীরতম সমুদ্র খাত

প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত মারিয়ানা ট্রেঞ্চ। বিশ্বের গভীরতম বিন্দু রয়েছে এখানেই। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কি.মি. ধরে বিস্তৃত। এর গড় বিস্তার ৭০ কি.মি.। এই সমুদ্র খাতটির দক্ষিণ প্রান্তসীমায় গুয়াম দ্বীপের ৩৪০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত। এই বিন্দুর নাম চ্যালেঞ্জার ডিপ এবং এর গভীরতা প্রায় ১১,০৩৩ মিটার।

Bangladesh Pratidin