GoingMosiur

Call

ফোনের ব্যাটারি খুলার সিষ্টেম থাকলে ব্যাটারি খুলে বন্ধ রাখুন কোন সমস্যা নেই। অন্যথায় খোলার সিষ্টেম না থাকলে এমনি বন্ধ করে রাখতে পারেন।কোন সমস্যা হওয়ার কথা না।তবে অবশ্যই ব্যাটারিতে চার্জ দিয়ে রাখবেন

না কোন সমস্যা হবেনা।

তবে একটু চার্জ দিয়ে রাখা ভালো।

ভাই এগুলো ইলেক্ট্রনিক ডিভাইস আপনি প্রয়োজনে মোবাইল ফুল চার্জ করে ব্যাটারি খুলে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন।  আর ব্যাটারি খোলা সম্ভব না হলে এমনি বন্ধ করে রাখতে পারেন ।

 আগেই বলেছি এগুলো ইলেক্ট্রনিক যন্ত্র তাই ব্যবহার না করে বন্ধ করে রাখাটা অনুচিত।  আপনি পারলে আপনার কাছের কেউ বা পরিবারে কাউকে ব্যবাহার করতে দিতে পারেন পরে প্রয়োজন বোধে নিয়ে নিবেন । কেননা বেশি দিন এসব ডিভাস বন্ধ থাকলে বিশেষ করে চার্জ দেয়া ছাড়া তাহলে ফোন ডেড হওয়া সহ ব্যাটারির সমস্যা হতে পারে ।