পাওয়ার কাকে বলে কত প্রকার ও কি কি


Share with your friends
বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা Power (পাওয়ার) বলে।
 সার্কিটের ভোল্টেজ ও এম্পিয়ার এর গুণফল হিসাবে Power (পাওয়ার) পাওয়া যায়। 
পাওয়ার-এর একক Watt (ওয়াট) বা Kilo Watt (কিলো ওয়াট) ।
অর্থাৎ P = VI [পাওয়ার = ভোল্টেজ X কারেন্ট]
Call

বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা Power বলে। অথবা যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন হয় তাকে ইলেকট্রিক পাওয়ার বলে ।

যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন হয় বা যে হারে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রুপান্তরিত হয় তাকে ইলেকট্রিক পাওয়ার বলে ।
পাওয়ার তিন প্রকারঃ
-
1. এক্টিভ পাওয়ার
-
2. রিয়্যাক্টিভ পাওয়ার ও
-
3.এপারেন্ট বা আপাত পাওয়ার।