sadiyaakter

Call

আপনি যদি ভালো মানের ফাসট বোলার হতে চান তাহলে প্রথমে বলটি ধরার সময় হাতের আংগুলে যথেষট পরিমান শক্তি রেখে বল টাকে ব্যাটসম্যান এর উদ্যাশ্যে ছাড়তে হবে,,,মনে রাখবেন বল করার সময় কখনো ব্যাটসম্যান কে ভয় পাবেন না। যথেষট পরিমান সহবল রেখে বল বল নিক্ষেপ করুন। তবেই বলে লাইন আপ ঠিক হতে পারে,,,

শোয়েব আখতারের বোলিং ভিডিও দেখতে পারেন কাজে লাগতে পারে ।

বল করার ক্ষেত্রে স্টাইলটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লক্ষ্য এবং সময়কে মাথায় রেখে বল ছোড়া । আপনি আপনার স্টাইলে বল করবেন অন্য কারও স্টাইলে নয় । কারণ অন্য কারো স্টাইলে বল করলে হয়তোবা আপনার লক্ষ্য এবং সময় নাও মিলতে পারে...

একটা কথা মাথায় রাখবেন বলে গতি দিতে পারলেই সে ভালো বোলার না।ভালো বলার হলো যে লাইন ঠিক রেখে বল করতে পারে।লাইন ঠিক থাকলে গতি দিতে পারবেনই।